ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

সাভার প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। কারখানায় আগুন লাগার খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে কারখানাটির মালিক।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই কারখানাটিতে কাজ করে কয়েক হাজার শ্রমিক। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানায় উৎপাদন চলছিলো। পরে দুপুর আড়াইটার দিকে ভবনের সাততলায় ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনে পুড়ে যায় কারখানাটির অনেক পোশাক। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সাভার, আশুলিয়ার চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টা চেষ্টায় বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী ও শ্রমিকসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

আগুন লাগার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ বলেন, কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com