রজমান মাসে হিসাব পড়ে আসা অর্ধশতাধিক শ্রমিককে কারখানায় ভিতরে প্রবেশ করতে দেয়নি সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ। শনিবার (১৬ এপ্রিল) সকালে আশুলিয়ার ইউনিক এলাকার ইয়ং জিন ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ওই পোশাক কারখানায় কাজ করেন প্রায় ১২ শতাধিক শ্রমিক। রমজান মাসে এখানকার অনেক নারী শ্রমিক হিজাব পড়ে কাজ করতে আসছিলেন। এনিয়ে গত কয়েক দিন ধরে হিজাব পড়ে কর্মস্থলে না আসতে নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।
পরে শনিবার সকালে কারখানায় কাজ করতে আসলে হিজাব পড়া নারী শ্রমিকদের মূল গেইট থেকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে কারখানার ভিতরে ঢুকতে না পেরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন অর্ধশতাধিক জন শ্রমিক।
এদিকে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী শ্রমিকরা। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে বার বার কথা বলতে চাইলেও উপস্থিত সংবাদকর্মীদের সাথে দায়িত্বরত কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com