ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ফুসকা বিক্রেতা আটক

জাগো বুলেটিন
এপ্রিল ১৭, ২০২২ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইউসুফ আলী (৩৮) নামের এক ফুসকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার বেরণ মানিকগঞ্জ পাড়া এলাকার হাফিজুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ।

আটককৃত ইউসুফ আলী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার হরিদাসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ওই এলাকার হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থেকে ফুটপাতে ফুসকার বিক্রয় করতেন।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মত তারা সকালে কাজে বের হয়ে যান। বাসায় খেলাধুলা করে সময় কাটিয়ে দেয় তাদের শিশু কন্য। আজও বিকেলে হাফিজুরের ভাড়া বাড়ির সামনে ভুক্তভোগী শিশুসহ কয়েকজন শিশু খেলা করছিল। এসময় ইউসুফ বাসা থেকে বের হয়ে অন্যান্য শিশুদের রাগারাগি করে তাড়িয়ে দেয়। ওই শিশুও তাদের বাসায় যাওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগী শিশুর মুখ চেপে ধরে ইউসুফ তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি ডাক চিৎকার করলে তাকে ছেড়ে দেয় ইউসুফ। রাতে বাবা-মা বাসায় ফিরলে ঘটনা খুলে বলে ভুক্তভোগী। পরে জরুরি সেবা ৯৯৯ এ কেউ একজন কল করে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ চেষ্টার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com