ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে চেয়ার ও কৃত্রিম পা বিতরণ

আলমগীর হোসেন
এপ্রিল ১৭, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে শারিরীক পুনর্বাসন কর্মসূচির আওতায় হুইল চেয়ার ও কৃত্রিম পা হস্থান্তর করা হয়েছে। দুপুরে শহরের জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভবনে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট’র সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, সহ সভাপতি এড. জসিম উদ্দীন মজুমদার, আইসিআরসির ফিজিওথেরাপিস্ট কাজী ইমদাদুল হক অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। এ সময় কর্মসূচীর আওতায় শারীরিকভাবে অক্ষম ৪ জনকে হুইল চেয়ার ও ৮ জনকে কৃত্রিম পা তুলে দেন তারা।

আয়োজকরা জানান, যেকোনো দুর্ঘটনা বা জন্মগতভাবে শারিরীক প্রতিবন্ধীদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যাচাই-বাছাই করে পরবর্তীতে চট্টগ্রামের সিআরপিতে পাঠানো হয়। সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয় তাদের। এরই অংশ হিসেবে বাছাইকৃত প্রতিবন্ধীদের মাঝে চেয়ার ও কৃত্রিম পা হস্তান্তর করা হয়। একই সাথে কেউ চাইলে স্বইচ্ছায় ভোকেশনাল ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগ করে দেয়া হয়। কর্মসুচির আওতায় পাহাড়ে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেন তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com