সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়েছে। রোববার র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কান্দাইল এলাকার বাহাদুর মৃধা (২৭), জামগড়া এলাকার রনি ভূঁইয়া (২০), টঙ্গাবাড়ী এলাকার তালুকদার মাহমুদুল হাসান অনিক (৩২) এবং আশুলিয়ার তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল গ্রেপ্তারকৃত মোঃ বাহাদুর মৃধা ও মো. রনি ভূইয়াসহ অন্যরা অবৈধ অস্ত্র ছাড়াও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার আবু সামা মৃধার অফিসে ভাঙচুর, মারপিট ও লুটপাট করে। এঘটনায় পরদিন ভুক্তভোগীর স্ত্রী তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলো।
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম বলেন, হামলা, মারধর ও ভংচুরের ঘটনায় দায়েরকৃত মামলাটির ছায়াতদন্ত শুরু করে র্যাব-৪। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শনিবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি লোহার পাইপ, চারটি পাসপোর্ট ও ১১টি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com