ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নাগরপুরে যানজট নিরসনে অভিযান পরিচালনা করছেন ইউপি চেয়ারম্যান কুদরত আলী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে নিজেই সড়কে অভিযান পরিচালনা করেছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সদর এলাকার কাঁচাবাজার, তালতলা, হাসপাতাল ও বটতলা সড়ক সহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে যত্রতত্র গাড়ি রাখা, অবৈধ পার্কিং, অস্থায়ী দোকান ও সড়ক দখল করে রাখা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। আসছে ঈদে ঘরমুখো মানুষের চাপে যানজট নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান কার্যকরী ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ। এদিকে তিন দিন আগে নাগরপুর রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি সভাপতি এস এম আনোয়ার সহ অন্যান্য সংগঠনের দায়িত্বরত সকলকে বাজারে নিরাপত্তা ও যানজট নিরসন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেনো স্বাচ্ছন্দ্যে বাড়ি আসতে পারে এবং জনসাধারণ স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করতে পারে এর জন্য নাগরপুর সদর বাজারে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে আমরা মাঠ পর্যায়ে সকলেই দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে মাইকিং করে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়েছে। সকলের প্রতি অনুরোধ থাকবে যত্রতত্র গাড়ি পার্কিং যেনো না করা হয় ও অস্থায়ী দোকান যেনো না বসানো হয়। এছাড়াও  সড়কে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনায় সময় বণিক নেত্ববৃন্দ, শ্রমিক নেত্ববৃন্দ স্থানীয় মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com