ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ওএমএসের ৭২ বস্তা চাল ও ১০২ বস্তা আটা বিক্রির উদ্যেশ্যে নেওয়ার পথে ট্রাকসহ জব্দ করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর জানান, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার কুসুমদি নামক এলাকা থেকে ওই চাল ও আটা জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com