সাভারে অনুষ্ঠিত হলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয়বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য ক্রিস্টাল দিয়ে শোপিচ তৈরি এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়ন ও মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
মানুষকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন অফিস। এর অংশ হিসেবে বিআরডিবি সাভারের বিভিন্ন এলাকার চল্লিশ জন বেকার নারী ও পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে বিশজন নারীকে ক্রিস্টাল দিয়ে শোপিচ তৈরির প্রশিক্ষণ ও বিশজন পুরুষকে মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় মোবাইল সার্ভিসিং উদ্যোক্তাদের দেওয়া হয় নগদ তিন হাজার ও শোপিচ উদ্যোক্তাদের দেওয়া হয় তিন হাজার ৭৫০ করে টাকা যা দিয়ে তারা ব্যবসার বিভিন্ন সরঞ্জামদি কিনতে পারবেন। এসব কাজ পরিচালনা করছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (জাইকা) যা বাস্তবায়ন করছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সরকারের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এদিকে প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও পুরুষেরা জানিয়েছেন তাদের জীবনের মান উন্নয়নে সরকারের দেওয়া এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তারা তাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে।
সনদপত্র ও নগদ অর্থ বিতরণে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীনসহ আরো অনেকে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com