
আমতলীর কুকুয়া ইউনিয়নের ৩ ইটভাটাকে মঙ্গলবার দুপুরে ভাটায় করাত কল বসিয়ে কাঠ দিয়ে ইট পোরানোর অভিযোগে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৭দিনের মধ্যে ভাটা থেকে করাত কল সরিয়ে নেওয়ার ও নির্দেশ দিয়েনে তিনি।
জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের নুরুজ্জামান হাওলাদার এডিবি ও খাকদান গ্রামে জসিম মৃধা মৃধা ব্রিক্রস এবং একই গ্রামের মধু মৃধা ফাইস্টার ভাটা স্থাপন করে দীর্ঘদিন অবৈধ পন্থায় ভাটা পরিচালনা করে আসছে। শুরু থেকেই ভাটার অভ্যন্তরে তারা করাত কল বসিয়ে কাঠ দিয়ে ইট পুরিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের পর মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে এডিবির মালিক মো. নুরুজ্জামানকে ৭০ হাজার, মৃধা ব্রিকস এর মালিক জসিম মৃধাকে ৫০ হাজার এবং ফাইভস্টার ব্রিকস এর মালিক মধু মৃধাকে ৫০ হাজারসহ মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভাটার অভ্যন্তরে বসানো করাত কল ৭দিনের মধ্যে সরিয়ে নেওয়ার ও নির্দেশ দিয়েছেন তিনি।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, ভাটা ৩টিতে অভিযান পরিচালনা করে দেখা যায় ভাটার অভ্যন্তরে করাত কল বসিয়ে অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোরানো হচ্ছে। এ অভিযোগে ইট প্রস্থত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুসারে ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা এবং ভাটার ভিতর থেকে ৭ দিনের মধ্যে করাত কল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
