নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৫ এর অন্তর্গত মুক্তাগাছা উপজেলার উন্নয়নে এলাকার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
প্রধান অতিথি বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তাগাছা উপজেলায় উন্নয়নের জোয়ার বইছে। সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছার আর কে হাইস্কুল সরকারিকরণ করা হয়েছে, সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স চালুসহ দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ চলমান। কে এম খালিদ বলেন, রাতের মুক্তাগাছা এখন আলো ঝলমলে। ১১০৭ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ-মুক্তা
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা সবাই মুক্তাগাছার সন্তান। তিনি বলেন, মুক্তাগাছার উন্নয়নে কাজ করে যাচ্ছি ও ভবিষ্যতে আরো উন্নয়ন করা হবে। এলাকায় ভালো স্কুল-কলেজ, রাস্তাঘাট নির্মিত হলে এর সুফল সবাই ভোগ করেন বলে তিনি এসময় উল্লেখ করেন।
ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোঃ নাকিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com