কুমিল্লার মানবিক ও সামজিক সংগঠন ‘অনুভূতি’র সদাস্যদের অনুভূতিতে নাড়া দিয়েছে ময়নামতির ক্ষতিগ্রস্ত বর্গাচাষি নজির মিয়ার অসহায় আর্তনাদ। আর সেই অনুভূতি থেকেই সংগঠন সদস্যদের নিজস্ব তহবিল থেকে ২০হাজার টাকার অনুদান নিয়ে কৃষক নজির মিয়ার ক্ষতি পুষিয়ে উঠায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মানবিক সংগঠন অনুভূতি।
এসময় কৃষক নজির মিয়াও হাসি মুখে সৌজন্য স্বরূপ সংগঠনের সদস্যদের হাতে তুলে দেন নিজের ক্ষেতের সবজি। বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে নিউজে কৃষক নজির মিয়ার কান্নার ভিডিওটি ভাইরাল হলে অনেকেই এগিয়ে আসেন নজির মিয়ার সহায়তায়। এছাড়াও এর আগে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন নিজস্ব তহবিল থেকে ২০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা করার পাশাপাশি সরকারি কৃষি সহায়তারও আশ্বাস দেন। এবিষয়ে ময়নামতি ইউপি নির্বাচনে লালন হায়দার সরকারি সহায়তার আশ্বাস সহ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি সহ ও আর্থিক ক্ষতি বিবেচনা করে উপযুক্ত জরিমানা করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে কৃষক নজির মিয়ার হাতে অনুদানের ২০ হাজার টাকা তুলে দেন সংগঠনের সদস্যরা। এসময় মানবিক ও সামাজিক সংগঠন “অনুভূতি”র আহবায়ক কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবদুছ ছোবহান খন্দকার সেলিম এবং অনুভূতির সদস্য এইচ এন এম আতিকুল ইসলাম, নুরুল করিম মেহেদী, সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, নুরুল বাসার ভুইয়া, মাসুম সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় আবেগাপ্লুত কৃষক নজির মিয়া অনুভূতি সংগঠনের সকল নিউজের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের জন্য দোয়া করেন।
উল্ল্যেখ গত সোমবার (১১ এপ্রিল) কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঢাকলাপাড়া খন্দকার বাড়ি এলাকার দরিদ্র কৃষক নজির মিয়ার ৪০ শতক জমির লাউ, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা সকালে ক্ষেতে এসে গাছগুলো হাতে নিয়ে হাউমাউ করে কান্না কাটি করা ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী কৃষক ও তার পরিবারসহ স্থানীয়রা দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com