খাগড়াছড়ির পানছড়িতে দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের আঘাতে সমীর দত্ত ত্রিপুরা(২৭) নামে এক যুবক খুন হয়েছে।
মঙ্গলবার(১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হেলাধুলা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ৪ নং লতিবান ইউপির হেলাধুলা পাড়ার কমলা চরণ ত্রিপুরার ছেলে।
স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচন পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আনচারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com