ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ডিমলায় দুই চাউল ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা

রুহুল আমিন
এপ্রিল ২০, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম প্লাস্টিক’র মোড়ক ব্যবহার করার অপরাধে দুই জন চাউল ব্যবসায়ীকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২০-এপ্রিল) দুপুরে উপজেলার বাবুরহাট ভিতর বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

ভ্রাম্যমান আদালত’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিল, কারখানা এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা চাউল সহ বিভিন্ন খাদ্য পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম প্লাস্টিকের মোড়ক ব্যবহার করছে। ফলে মানবদেহে মরন ব্যাধি ক্যান্সারসহ নানান রোগ-বালাই সৃষ্টির হার বেড়ে যাচ্ছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আসুন পরিবেশ সহ মানবদেহের সুস্থতা রক্ষার্থে খাদ্য পণ্যে প্লাস্টিক বাদ দিয়ে পাটজাত মোড়ক ব্যবহার করি।

জেডিএ পাট অধিদপ্তর ডোমার-ডিমলা উপজেলা দায়িত্বে থাকা প্রসিকিউশন অফিসার মোঃ মজিবুর রহমান লোহানী বলেন, উপরোক্ত অপরাধ সংঘটনের দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী দুই জন চাউল ব্যবসায়ীকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা হয়েছে।

এসময় ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন, ডিমলা থানার এ,এস,আই বসন্ত কমার বর্মন ও তার সঙ্গীয় ফোর্স, পেসকার রোকনুজ্জামান রোকন,স্থানীয় সাংবাদিক বৃন্দ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com