দাতব্য প্রতিষ্ঠান শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাহাদুরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (২০ এপ্রিল) নাটোরের সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।
গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড প্রাপ্ত শেখ রিফাদ মাহমুদ জানান, আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে মানবিক কাজ করার উদ্দেশ্যে। ক্ষুদা, দারিদ্র্যতামুক্ত শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
এসময় আরোও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপিকা এসমে তারা বানু, প্রভাষক সাহাজুল ইসলাম, মিল্টন মামুন, শাহানুর রহমান প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com