ঢাকারবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

শুক্রবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের আসকর পাটোয়ারী বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী আব্দুল মালেক বলেন, ওই ইউনিয়নের চরশুভী গ্রামের প্রতিপক্ষ ফরমুজল গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট ঘটনা উল্লেখ করে প্রতিপক্ষ ফরমুজল গংরা দৌলতখান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে । মামলা নং- সি আর ৭৭/২০১৩। মামলাটি আদালতে বিচারাধীন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে মামলার তদন্তের জন্য ৭নং সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি ওবায়দুল্লা রতনকে দায়িত্ব প্রদান করেন। চেয়ারম্যান ওই ঘটনার তদন্ত না করে মিথ্যা, বানোয়াট একটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজষ্ট্রেট আদালতে প্রেরণ করেন। ওই প্রতিবেদন প্রেরণের পর ম্যাজিষ্ট্রেট কোর্ট মামলাটি বিচারের জন্য চার্জ গঠন করে। পরবর্তীতে আমরা আসামীপক্ষ এডিশনাল জর্জ কোর্ট, ভোলা ফৌঃ রিভিশন ৮১/২০১৬ দাখিল করি। গত ২৮ ফেব্রুয়ারী/২০২২ তারিখে জর্জ কোর্টে মামলার শুনানী হয়। গত ২১ মার্চ /২০২২ তারিখে রিভিশন নামঞ্জুর করে কোর্টের রায় বহাল রেখে মামলাটি বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরণের আদেশ প্রদান করেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আব্দুল মালেক ঘটনার পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com