হোমিওপ্যাথিক জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৭ তম জম্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইল হোমিও ডক্টরস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইল এর কনফারেন্স রুমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা. রুহুল আমীন এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডা. হাফিজুর রহমান এর পরিচালনায় প্রথম পর্বের প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন টাংগাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম (হাসান)।
দ্বিতীয় পর্বে রমজানের তাৎপর্য নিয়ে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. হুসনে মোবারক বাবুল। বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, ডা. শফিকুল ইসলাম, প্রভাষক ডা. আজিজুর রহমান।
আলোচক বৃন্দরা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান তিনি। এছাড়াও প্রথম পর্বে বক্তারা হোমিওপ্যাথিক জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর জম্মবার্ষিকী ও হোমিওপ্যাথিক দিবস এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে টাংগাইলের চিকিৎসক, শিক্ষক, মেডিকেল ছাত্র সমাজ, গণমাধ্যমকর্মীসহ টাংগাইল হোমিও ডক্টরস ফোরাম এর কার্যকরী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com