ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আশুলিয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

মো: রওশন আলী
এপ্রিল ২৩, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকায় এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দূর্গাপুর এলাকার আশরাফের সাথে সালাম মন্ডলের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। এর জের ধরে রাতে প্রতিপক্ষ আশরাফ, আরমান ও তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সালাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সালাম মন্ডলসহ তার ভাই কালাম, সেলিম ও তার ভাইয়ের স্ত্রী বিউটি বেগমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে কালাম ও সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সেলিম ও তার স্ত্রী বিউটি বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে প্রতিপক্ষের ভয়ে সালাম মন্ডলের পরিবার অসহায় হয়ে পড়েছে। চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার (ওসি) এসএম কামরুজ্জামান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com