নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন একাডেমী বাজার ইয়ুথ স্যোসাইটির উদ্যোগে সোমবার বিকালে একাডেমী বাজার প্রাঙ্গণে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের একাডেমী বাজাস্থ কিছু যুবক ও প্রবাসীরা মিলে এই সংগঠনটি গঠন করে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও এলাকার গরীব, অসহায় ও দুস্থ ১০০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন চরকাঁকড়া ২নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন, সাংবাদিক রমজান আলী রানা, চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম বিএস.সি, সংগঠনের উপদেষ্টা গোলাম ছারওয়ার, নুরুল আলম, সাইফ উদ্দিন, মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য নুর উদ্দিন, জাহাঙ্গীর, শিশির, মামুন, শিপাত, আশিক, বিপ্লব, সোহান, হাসনাত। ইতিপূর্বে সংগঠনটি যুব উন্নয়ন কর্তৃক স্বীকৃতি লাভ করে।
উল্লেখ্য, ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে এলাকার গরিব, অসহায়দের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। সংগঠনের সভাপতি বলেন, আমরা অতীতেও গরিব, দুঃখী মানুষের পাশে ছিলাম। আগামীতেও আমার এ ধারা অব্যাহত থাকবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com