
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালান করেন। ২৫ এপ্রিল সোমবার বিকালে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে বার হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনা কালে তেলে কৃত্রিম সংকট সৃষ্টি ও গোপনে তেল সংরক্ষণ করার অপরাধে কৃষ্ণ সাহা স্টোর কে পাঁচ হাজার, জুয়েল স্টোর কে এক হাজার, রুপালী স্টোর কে দুই হাজার টাকা, বাটা শোরুম কে অধিক মূল্যে জুতার দাম নির্ধারণ করায় দুই হাজার এবং এপেক্স শোরুম কে ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে জুতা বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউশান অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কটিয়াদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ দিদারুল আলম রাসেল। অভিযানে মাহবুব আলম ভোক্তা অফিস কিশোরগঞ্জ উপস্থিত ছিলেন ও জেলা পুলিশের একটি টিম।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
