খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার অন্তরগত হাতিমুড়া এলাকার ভান্ডারীর টিলা নামক স্থানে আনারস বুঝাই জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে ওসমান পল্লী এলাকার আঃ মালেকের ছেলে চালক মোঃ ইমরান (২৭) মারা গেছে। একই ঘটনায় আহত মোঃ বাহার উদ্দিন ছেলে মহিদুল (১৮)।
সোমবাদ (২৫ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খেত থেকে আনারস বুঝাই করে বাজারে আসার সময় জীপ গাড়ীটি উল্টে ঘটনাস্থলে চালক নিহত হয়।
মানিকছড়ি থানার ওসি শাহ নুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ বর্তমানে মানিকছড়ি থানা পুলিশের হেফাজতে রয়েছে, যাবতীয় আইনি প্রক্রিয়া চলমান।