ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স মাধ্যমে হস্তান্তের উদ্ভোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, অন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, মোঃ মিঠু সিকদার, আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম প্রমুখ।
গৃহহীন পরিবাররা ঘর ও জমির দলিল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com