আসন্ন ঈদ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২৮২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ২৮২ টি পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারে ৩য় পর্যায়ের আওতায় উপজেলার ৫ শত পরিবারের মধ্যে ২৮২ টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ সরকার, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com