নীলফামারী-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার নিজের ঐচ্ছিক তহবিল থেকে ডিমলায় অসুস্থ ও দুস্থদের মধ্যে অর্থ বিতরণ করেছেন।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে ঐচ্ছিক তহবিল বিতরণ করেন তিনি।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ২০০ দুস্থ পরিবারের মাঝে এ আর্থিক সাহায্য তুলে দেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com