বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও পেশাজীবীদের সৌজন্যে আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল দলমত নির্বিশেষে সকল দল, ব্যবসায়ী ও পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হযেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার বসুরহাট আর,ডি শপিং মলের নির্ঝর কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
প্রেসক্লাবের সভাপতি এ,কে আনোয়ার তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আল আমিন,কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুছ,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক মাজহারুলহক তৌহিদসহ আরও অনেকে।জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেন,সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, রহমত উল্যাহ দিদারসহ আরও অনেকে।বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহবুব জামিল মাসুমসহ কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবসায়ী,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com