
ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের মৃত হাতেম ফকিরের ছেলে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী গ্রামের কয়েকজন যুবক পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত-কালিনগর বাজারে গেলে রপাপাত ইউপি চেয়ারম্যান সোনা মিয়ার সমর্থকরা মারপিট করে। এরই জেরধরে সন্ধ্যার পরে সালথা উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও রুপাপাত ইউপি চেয়ারম্যান সোনা মিয়ার সমর্থকদের মধ্যে এপার-ওপার সংঘর্ষের সৃষ্টি হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। এতে নান্নু ফকির সহ ১৫জন আহত হয়। গুরুত্বর আহত নান্নু ফকিরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
