‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই শ্লোগানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা লিগ্যাল এইড ও অপরাজেয়- বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিস) এ্যাকটিভিটি এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্ত্র থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে পাবলিক লাইব্রেরী সভা কক্ষে সবাই আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com