কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়ের মুসলিম পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (২৯ এপ্রিল) জুমার নামাজ শেষে মুসলিম পাড়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্র বিতরণ করা হয়।
জানা যায়, ইতিপূর্বে অত্র সংগঠন এলাকার গরিব মানুষকে সাহায্য সহযোগিতা,ব্যয় বহুল খরচে মসজিদের চারপাশে রং করাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বকশি ব্যাপারী জামে মসজিদের খতিব আনোয়ার হোনেন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী ডাঃ রফিক উল্যাহ, সাংবাদিক রমজান আলী রানা, আল-হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক এ,বি,এম ফারুক, প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র যুব সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারী একে ফজলুল হক (বি.কম), কোষাধ্যক্ষ আরমার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বকশি ব্যাপারী জামে মসজিদের আশ-পাশের ৬-৭টি বাড়ির যুবক ও প্রবাসীরা মিলে ১ লা জানুয়ারী ২০২০সালে অত্র মুসলিম পাড়া যুব সমাজকল্যাণ পরিষদটি গঠন করে থাকে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com