
গাজীপুরের শ্রীপুরে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী পিভিসি পাইপ কোম্পানির চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী প্রি-ক্যাডেট স্কুল মাঠ থেকে বিতরণ শুরু করে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ৩ হাজার মানুষের হাতে হাতে ঈদ সামগ্রী পৌঁছে দেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। ঈদের আগে সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল, তেল, মুড়ি ও সাবান একসঙ্গে পেয়ে আনন্দিত অসহায় মানুষগুলো।
তিনি আরও বলেন, এদেশের মানুষের মনের ভাষা একমাত্র শেখ হাসিনাই বুঝেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
মোঃ আমিনুল ইসলাম সমাজের বিত্তবান ব্যাক্তিদের আহবান জানান, দরিদ্র দের পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
