অসহায় ও দুস্থ, প্রতিবন্ধীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাভারে ব্যতিক্রমী এক মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সাভারের হেমায়েতপুরে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে এ ঈদ বাজার বসান সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
সরেজমিনে দেখা যায়, বিনামুল্যে এক মিনিটের ঈদ বাজারে বসেছে অস্থায়ী বিভিন্ন স্টল। যেখানে রয়েছে চাল, ডাল, সেমাই, চিনি ও মুরগীসহ নানান পণ্য। এছাড়াও শাড়ি, লুঙ্গি, জুতা আর জামারও আলাদা স্টল রয়েছে। দিনব্যাপী এ বাজার থেকে বিনামূল্যে ঈদ উপহার পেয়ে দুই হাজারেরও বেশি সমাজের দরিদ্র মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com