
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের উদ্যোগে সিরাজগঞ্জের হাটিকুমরুলে বাস ট্রাক, মাইক্রোবাস, মোটর সাইকেল সহ দুই শতাধিক পরিবহণ চালক ও সহায়কদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তরে ঢাকা, পাবনা, নাটোর, রংপুর, চাপাই রাজশাহী সহ উত্তরবঙ্গগামী বিভিন্ন যানবাহনে প্রায় ঘন্টা ব্যাপী ২ শতাধিক পরিবহণ চালক ও সহায়কদের মাঝে ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমাম, হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
