খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকছড়ি উপজেলার ওলামায়ে কেরামদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা মাওলানা ইব্রাহীম খলিল আল ফরিদী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতী রবিউল ইসলাম শামীম সাধারণ সম্পাদক,খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ,খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা।
সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল হক।
উক্ত অনুষ্ঠানে দেশ ও দেশের বাহিরের সকল মুসলমানদের জন্য বিষেশ মুনাজাত পরিচালনা করেন অত্র সংগঠনের উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ সাহেব।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com