করোনার ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই কলোনির ব্যবসায়ীরা এ সময় আগুনে পুড়ে ছাই হলো সব।সোমবার(২-মে) ঈদের আগের দিন ভোররাতে কলোনি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস’র একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানান, ৯টি দোকান পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকানদার সূত্রে জানা গেছে, রাতে কলোনি বাজারে একটি মুদির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯টি দোকান-ঘর পুড়ে গেছে।
এ বিষয়ে ডিমলা ফায়ার সার্ভিস’র স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সরকারি সহায়তায় নগদ অর্থ সাহায্য দেওয়া হয়েছে।’
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com