ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পিকআপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. হান্নান ও নয়ন নামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত মো. হান্নান উপজেলার চকরাধাকানাই গ্রামের প্রবাসী মুজিবুর রহমানের ছেলে এবং একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে নয়ন।
বৃহস্পতিবার (৫ মে) সকালে মামার মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় দুই বন্ধু। পরে উপজেলার শিবগঞ্জ টু ফুলবাড়ীয়া সড়কের ছলির বাজার এলাকায় পিছন থেকে আসা অজ্ঞাতনামা পিকআপ মোটর সাইকেলে ধাক্কা দিলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু ও একজন গুরুতর আহত হয় ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদিকে নিহতের খবর শুনে উভয় পরিবারে শোকের মাতম শুরু হয়েছে।
আহত শিক্ষার্থী উপজেলার বিদ্যানন্দ গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, পিকআপ মোটর সাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com