
কিশোরগঞ্জের কটিয়াদী গোপীনাথ জিউর মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির সকল সদস্যদের বুধবার বিকালে গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে স্বপন কুমার সাহা কে সভাপতি ও তপন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি বেনী মাধব ঘোষ, কানু লাল সাহা, কৃষ্ণ পদ সাহা, অনিমেষ দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক শরবিন্দু ভট্টাচার্য্য, রতন কুমার সাহা, দুলাল চন্দ্র বর্মন, আশীষ চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ বিনোদ গোপাল বীর, সহ-কোষাধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক তপন সরকার, দপ্তর সম্পাদক তমাল কিশোর চক্রবর্তী, প্রচার সম্পাদক লিটন কুমার সাহা।
সদস্য পদে, দ্বীজেন কুমার ঘোষ, বিমল সরকার, প্রদীপ সাহা, শিবু প্রসাদ বণিক, উত্তম সাহা, দীপক কুমার রায়, কনক কান্তি ভৌমিক, বাবুল কান্তি রায়, বাবুজিৎ সাহা, সাধন কুমার গোস্বামী, মনোজয় ভট্টাচার্য্য, শংকর চন্দ্র বর্মন, উত্তম বিশ্বাস, মিশু সাহা, বিপুল সাহা, প্রদীপ সূত্রধর।
নবগঠিত কমিটির সভাপতি কে শপথ বাক্য পাঠ করান জয়ন্ত গোস্বামী ও অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি স্বপন কুমার সাহা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
