পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক কিশোর আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৫ মে) দিনগত রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার তিস্তাহাট ভাউলাগঞ্জ সড়কের কাদেরের মোড় নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, আহত মুজাহিদ হোসেন একই উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ের খারিজা ভাজনী ডাঙ্গাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজাহিদ হোসেন রাতে বন্ধুদের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে কাদেরের মোর নামক স্থানে স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসে। এ সময় মুজাহিদের পিঠের পেছন পাশে ও দু হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দু জায়গায় আঘাত দেখতে পায়। সেখান থেকে দুর্বৃত্তদের হামলার রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করানো হয়। বর্তমানে ওই কিশোর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এটি পূর্ব শত্রুতা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্য হামলা করা হয়েছে তা বলা যাচ্ছে না।
দেবীগঞ্জ থানার উপ- পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, কেন কিভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com