কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মুসলিম সরকার (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর ফাজিল মাদ্রাসার সামেন এই দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মুসলিম সরকার উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের চারু সরকার বাড়ির মৃত্যু নান্নু ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম সরকার বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা করে বাখরনগর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।
কোম্পানীগঞ্জনবীনগর সড়কের বাখরনগর ফাজিল মাদ্রাসার সামেন পৌছলে অপর পান্ত থেকে আশা আরো একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ লাগলে সিএনজিতে থাকা যাত্রী মুসলিম সরকার গাড়ীটি থেকে ছিটকে সড়কে পরে যান। এসময় পিছন থেকে আশা আরো একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আবুল হাসিম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com