ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু, দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
শনিবার সকালে ঘটা এ সংঘর্ষে আহতদের মধ্যে ৪ নারীসহ ২৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা যায় , এলাকার মতিয়ার রহমান এবং শেখ শাজাহান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় দল ঢাল,শড়কি, কাতরা, টেটা, রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় হামলায় অন্তত ২০টি বাড়ি ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হানিফ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com