ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিশ্বরোডের ঝাটুরদিয়া নামক স্হানে বিকাল প্রায় ৫ টার সময় দূত গামী বাসের চাক্কায় পিষ্ট হয়ে মিনা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হন আরো ৩ জন।নিহত শিশুর বাড়ি মুকশুদপুর উপজেলার পূর্বাপর্দী গ্রামে। তার পিতার নাম রবিউল বলে জানা গেছে।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূতগামী বাস গাড়িটি কেউ থামাতে পারিনি।এই ঘটনার পর স্হানীয় বিক্ষুব্ধ জনতা মুহুর্তের মধ্যে বিশ্বরোডের চলমান কয়েকটি গাড়ী ভাঙচুর করে ও দুই ঘন্টাব্যাপী বিশ্বরোড অবরোধ করে রাখে। যে কারনে সৃষ্টি হয় দুইপাশে অবরুদ্ধ করে রাখা গাড়ীর যানজট।ঘটনাস্থলে ভাংগা হাইওয়ে পুলিশের টিম ও নগরকান্দা থানার পুলিশ ন্যায় বিচারের স্বার্থে বুঝিয়ে জনতাকে রাস্তা থেকে সরিয়ে দেন এবং পূর্বের ন্যায় যান চলাচল স্বাভাবিক রাখে।নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।
তবে স্হানীয়রা দাবী করেন ঝাটুরদিয়া বাজার এলাকায় বিশ্বরোড দুই পাশে দু’টি ডাইভারসন (বিটের)।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com