ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জনক কোরবান আলী (৪০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (০৭ মে) বিকেলে পৌরশহর বরাতনগর এলাকার ধামরাই থানার বাউন্ডারির পাশেই অটোরিকশা ব্যাটারীর চার্জের গ্যারেজে এ ঘটনাটি ঘটেছে। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়া জেলার আমানতপুরের জয়নাল মালিথার ছেলে ৩ সন্তানের জনক কোরবান দীর্ঘ ৭ বছর ধরে ধামরাই পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে থেকে রিকশা চালিয়ে আসছিল। বিকেলে ধামরাই থানার বাউন্ডারির পাশেই অটোরিকশা ব্যাটারীর চার্জের গ্যারেজে আসে কোরবান আলী। এসময় একটি অটোরিকশায় হাতদিয়ে ধরা মাত্র সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তৎক্ষণাৎ স্থানীয়রা আহত অবস্থায় চিকিৎসার জন্য ইসলামপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কোরবান আলীকে মৃত বলে ঘোষণা করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com