সুগন্ধা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭মে) রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
স্থানীয় সত্তার ফকির জানায়, শনিবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাটের কাছাকাছি ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে নিল রঙের শার্ট ও লুঙ্গি কাছা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে কুলে তুলে আনে পুলিশ।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘নদী থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছো। মরদেহের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। লাশটির অনেকাংশে পচে গেছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com