সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় ঈদগাঁহ মাঠ তৈরী করতে খাস জমিতে ৫০ বছর ধরে বসবাস করা এক ভুমিহীন পরিবারের বাস-ঝাড় সহ বিভিন্ন প্রজাতীর গাছ পালা কেটে নেয়ার অভিযোগ উঠেছে দাদপুর গ্রামের তাহাজ আলী গ্রংদের বিরুদ্ধে।
গ্রামে ঈদগাহ মাঠ তৈরী করার কথা বলে প্রভাবশালী তাহাজ আলীর নেত্রীত্বে-দাদপুর মৌজার ১নং খতিয়ানের আর ৩০৫ দাগের সরকারী সম্পত্তিতে মাটিভরাট করা সহ ভুক্তভোগী রফিকুল ইসলামের রোপনকৃত গাছপালা সহ পুরাতন গাছপালা কেটে ফেলে। ৪ মে বুধবার সকালে সলঙ্গা থানার নলকা ইউপির দাদপুর পশ্চিমপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী ভুমিহীন রফিকুল ইসলাম জানায়-দাদপুর মৌজার ১নং খতিয়ানের আর ৩০৫ দাগের সরকারী সম্পত্তিতে ভুক্তভোগীর বাবা মা সহ ভাই বোনেরা প্রায় ৫০বছরের বেশী সময় ধরে বসবাস করছে। হঠাৎ করে গ্রামের তাহাজ গ্রংরা আমাদের শেষ আশ্রয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। আমাদের কোন জমি জমা নেই,আমরা সত্যিকারের ভুমিহীন,সরকার ভুমিহীনদের ঘর করে দিচ্ছে ,আমি পাইনি,আমি পরিবার নিয়ে কোথায় যাব ?
এ-বিষয়ে নলকা ইউপির ১নং ওয়ার্ড সদস্য নুর হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন-আমাদের গ্রামে ঈদগাহ মাঠ না থাকায় গ্রামের সকলে মিলে ওই খাস জমিতে গাছপালা কেটে মাটি ভরাট করে ইদগাহ মাঠ বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ব্যাপারে সরকারী কোন দপ্তরের কোন অনুমতি নেননি বলে জানিয়েছেন তিনি।
ঈদগাহ মাঠ তৈরী করতে খাস জমিতে দখলে নেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত তাহাজ আলী। তিনি জানান জনসার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ-ঘটনায় ভুক্তভোগী ভুমিহীন রফিকুল ইসলাম,বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী ভুমি ও সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে।
অনুমতি ছাড়া সরকারী ভুমিতে মাটি ভরাট ও ভুমি হতে গাছ কর্তন এবং ভুমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা হলে সেটা অবশ্যই অন্যায়,এ-বিষয়ে দ্রতই আইনগত ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন-রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com