শ্রীপুরে কলেজছাত্রী চার দিন ধরে বাড়িতে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অনশন করছেন। অনশনরত ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
পুলিশ সদস্যের নাম মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মোঃ ছাত্তার ঢালীর ছেলে। ওই পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চট্টগ্রামে কর্মরত রয়েছেন।
এদিকে যেদিন থেকে কলেজছাত্রী তাঁদের বাড়িতে উঠেন সেদিন থেকেই বাড়ি থেকে পালিয়েছে ওই প্রেমিক পুলিশ সদস্য। তিনি বিয়েতে রাজি না থাকায় এখন পর্যন্ত কোন সমাধান হচ্ছে না।
ভুক্তভোগী তামান্না পালোয়ান একই ইউনিয়নের ধামলই গ্রামের মোঃ জসিম উদ্দিন পালোয়ানের মেয়ে। তিনি ঠাকুরগাঁও টেকনিক্যাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি তাঁর বোনের বাড়িতে থেকে পড়ালেখা করেন। গত বৃহস্পতিবার (৫ মে) থেকে তামান্না জাহাঙ্গীরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন।
ঘটনার শিকার কলেজছাত্রী তামান্না পালোয়ান বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলছে। হঠাৎ করে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এদিকে আমার পরিবার অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছে। তাই বাধ্য হয়ে আমি তাঁর বাড়িতে চলে আসি। আজ চার দিন চলছে, না খেয়ে আছি। যতোক্ষণ পর্যন্ত বিয়ে না হবে, ততোক্ষণ এ বাড়িতেই থাকবো। প্রয়োজনে আমার লাশ যাবে এ বাড়ি থেকে।’
তামান্না আরও বলেন, ‘আমি তাদের বাড়িতে আসার পর জাহাঙ্গীর আমাকে রেখে পালিয়ে যায়। সে আমাকে চেনে না বলে তাঁর পরিবারকে বলে যায়।
এরপর জাহাঙ্গীরের ভাই-বোন আমাকে মারধর করে আহত করে। তাঁকে বিয়ে ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কারণ, আমাদের প্রেমের সম্পর্ক খুবই গভীরে চলে গেছে।’
অভিযুক্ত পুলিশ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম গণমাধ্যম কে বলেন ‘এই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। স্থানীয় কিছু মানুষ মেয়েকে দিয়ে আমার সঙ্গে প্রতারণা করছে। তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই শুধু মাঝে মধ্যে কথা বলতাম এরচেয়ে বেশি কিছু না।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আলম খান বলেন, ‘এ বিষয়ে দুই পরিবারের সদস্যদের নিয়ে বসা হয়েছিলো। কিন্তু বিষয়টি ছেলের পরিবার সমাধানের ব্যাপারে তেমন আগ্রহ নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যম কে বলেন, ‘এ বিষয়ে ছেলের বাবা একটি লিখিত অভিযোগ নিয়ে আসলে আদালতের আশ্রয় নিতে বলা হয়েছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখবো। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।