ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মানিকছড়িতে অসহায় সাঁওতাল পরিবারকে শিক্ষার্থীদের অনুদান

আলমগীর হোসেন
মে ১০, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় তিনটহরী ইউনিয়ন ৫নং ওয়ার্ড অবহেলিত সাঁওতাল পাড়ায় অসহায় এক সাঁওতাল পরিবারকে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা নগদ ৫০ হাজার ও ইউনিয়ন পরিষদের পক্ষে ৫হাজার টাকা সহায়তা করেন।।

মঙ্গলবার (১০মে) দুপুরে তিনটহরী ইউনিয়ন পরিষদের উক্ত সহায়তার ৫০ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানের পক্ষে ৫ হাজার টাকা তুলে দেন সাঁওতাল পরিবারের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, তিনটহরী ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউপি সচিব মো. সুমন মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য,সদ্যসা, যুব রেড ক্রিসেন্টের দলনেতা থোয়াইঅংপ্রু মারমাসহ সকল সাঁওতাল শিশু বৈশাখ সাঁওতালের পিতা অনিক সাঁওতাল ও মাতা কুসুমা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

তিনটহরী ইউনিয়নের রাঙ্গাপানি ওয়ার্ডের দূর্গম জনপদ সাঁওতাল পাড়ার অসহায় অনিক সাঁওতাল ও কুসুমা ত্রিপুরার একমাত্র কন্যা শিশু বৈশাখী সাঁওতাল(২) হাইড্রোকেফালাস নামক এক জটিল রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করছিল। সম্প্রতি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধুরী উপজেলার অবহেলিত ও জনপদে গিয়ে অসহায় সাঁওতাল পরিবারের দুর্দশা ও বিনা চিকিৎসায় থাকা সাঁওতাল শিশু ও অসহায় দিনাতিপাত করা সাঁওতালদের পাশে সরকারী সহযোগিতার ঘোষণা দেন।

এ সময় রোগাক্রান্ত শিশু বৈশাখী সাঁওতালের চিকিৎসার বিষয়টিও দেখবেন বলে আশ্বস্ত করেন। ফলে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা এই অসহায় সাঁওতাল শিশুর চিকিৎসায় সহায়তাএগিয়ে আসেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com