
টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার প্রাথমিক স্কুল পড়ুয়া ছাত্রদের উদ্যোগে ক্রিকেট চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে ২০২২ খ্রি.) বিকাল ৫.০০ টায় কলেজ পাড়া ঈদ গাহ মাঠে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার প্রাথমিক স্কুল পড়ুয়া ছাত্রদের উদ্যোগে বিশিষ্ট চিকিৎসক নেতা ও গণমাধ্যমকর্মী ডা.এম.এ.মান্নান প্রধান অতিথি থেকে ক্রিকেট চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী দলের কাছে পুরস্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ।
এ চূড়ান্ত ক্রিকেট প্রতিযোগিতায় এলাকায় যুবসমাজের প্রতিনিধি সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
