খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ডিগ্রী পড়–য়া জয় সাঁওতাল (২২) নামের এক শিক্ষার্থী নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার সাঁওতালপাড়া গ্রামের তুইলা ও হ্যাপি সাঁওতালের সন্ত্রান।
আজ শুক্রবার ১৩ মে সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে নিজ ঘরের ভীমের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে।
এ সময় বাড়ির সকল সদস্যরা পাশের গ্রামের আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল। তার বাবা বাড়িতে দরজা বন্ধ দেখে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
পানছড়ি থানার ওসি (তদন্ত ) মোঃ কামরুজ্জামান নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে। ঘটনার রহস্য খতিয়ে দেখা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com