বাগেরহাটের মোংলায় কনিকা দাস (৫০) নামে এক মহিলার গলায় দড়ি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত কনিকা দাস মোংলার চাঁদপাই ইউনিয়নে কানাইনগর এলাকার বিধান দাস এর স্ত্রী।
শুক্রবার (১৩ মে) আনুমানিক রাত ১১ টার সময় কানাইনগর এলকার নিজ বাড়িতে ঘরের আড়ার (চৌকাঠ) এর সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদপাই ইউনিয়নে এক গৃহবধু গলায় দড়ির ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ সদস্য সেখানে পাঠিয়েছি। তারা তদন্ত করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com