ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের আদম ব্যাবসায়ী মোঃ মঞ্জু হাওলাদারের বিরুদ্ধে একাধিক লোকজনের প্রতারণার অভিযোগ।
আজ শনিবার (১৪মে ২০২২) তারিখে একজন ভুক্তভোগী নাড়ি অভিযোগ করে বলেন- মঞ্জুর হাওলাদার বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে আসছে, আমার ভাই ও ভাগিনা সোনালী আলো ট্রাভেলসের মাধ্যমে বিদেশ পাঠাই সৌদিআরব যাওয়ার পর তাদেরকে যেই কোম্পানিতে দেওয়ার কথা বলেই অন্য জায়গায় দেন। এই নিয়ে মঞ্জুর হাওলাদারকে জানালেও কোন ফয়সালা দিতে পারেননি। পরে বোরহানউদ্দিন থানায় অভিযোগ করলে – রিপন হাওলাদারকে থানায় ডাকলে ১০০,০০০/- এক লাখ টাকার রায় দেন।
ভুক্তভোগী আরো বলেন এক লাখ টাকা জরিমানা করে রায় দেন তাদের অন্য জায়গায় কপালাত করার জন্য সেই এক লাখ টাকা নেওয়ার পর যারা শালিস করেছেন তাদেরকে ৬০,০০০ (ষাট হাজার টাকা) দিতে হয় বাকী ৪০,০০০/ (চল্লিশ হাজার) টাকা দিয়ে আমি কি করবো? ভুক্তভোগী এমনটাই বলেন।
এছাড়াও গত সোমবারে ৩ জন যাত্রীর ফ্লাইট হওয়ার কথা হলেও তাদের এখনও ফ্লাইট হয়নি তাদের মধ্যে একজন জানিয়েছেন আমাদেরকে ফ্লাইট দিবে বলে এক সাপ্তাহ আগে ঢাকা এনে ফ্লাইট দিবে বলে ঢাকা আনে এখনও কোন খোঁজ খবর নাই। কবে আমাদের ফ্লেমিং হবে তারও কোন শিওর নাই। ভুক্তভোগীরা আইনের সহায়তায় চান।
এ বিষয় বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি শাহিন ফকির বিপি এম বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com