ভোলার দৌলতখানে জমি কিনার অপরাধে বাবা ছেলে সহ ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনি বার দুপুরে দিদারুল্লাহ গ্রামের ৪ নং ওয়ার্ডের দাইমুদ্দিন বেপারি বাড়ীতে এ ঘঠনা ঘটে।
এসময় আলামিন ও তার পিতা মন্নান মেস্তরী সহ মা এবং বোন আহত হয়। আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, জাকির গং দের কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন আলামিন।
ঘটনার দিন জাকির গং রা পুকুরে ঘাট নির্মান করতে গেলে পার্শবর্তী মোস্তফা গংদের লোকের বাদা দিলে উভয়ের মধ্যে হাতিহাতি সহ মারামারির ঘটনা ঘটে। এসময় আলামিন বাজার থেকে মোটর সাইকেলে বাড়িতে আসলে তার উপর অতর্কিত হামলা চালায় মোস্তফা গংদের লোক ছোটন খোকন ও পারুল। পরে তার বাবা মন্নান এগিয়ে আসলে তাকেও মারধর করেন। এসময় তার মা সহ বোন ও আহত হন।
আলামিন অভিযোগ করে বলেন, আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমার সাথে থাকা মানিবেগ ভর্তি ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে মোটর সাইকেল ভাংচুর করে। আমি এর সুষ্ঠ বিচার চাই
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com