ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। রোববার (১৫ মে) দুপুরে তেতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টেজ লিমিটেড নামের কারখানায় এ কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকরা জানান, ঈদের আগে ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের ১৫ দিনের বেতন-ভাতা প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ। কারখানা খুলে বকেয়া টাকা প্রদানের কথা থাকলেও টালবাহানা করছে তারা। তারিখ অতিবাহিত হলেও বেতন না দেওয়ায় কাজ বন্ধ করে অবস্থান শুরু করে শ্রমিকরা।
পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করেছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com