ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সেক ফারুক নামে ১ জন মারা গেছেন।
শনিবার দিবাগত রাত রবিবার (১৫ মে) রাত ৩ টার সময় সেক ফারুক (৫০) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে সংঘর্ষের ঘটনায় সেক ফারুকের পিঠে কোপ লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে অবনতি হলে তাকে রেফার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মারা যান।
এ ব্যাপারে রবিবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগে পাইনি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com